![Banner Image](/_next/image?url=https%3A%2F%2Fstorage.seetruth.cc%2Fog%2FvDcwxUd.webp&w=3840&q=75)
সত্যিকারের রাজাকার/দালাল এর তথ্য দিয়ে সাহায্য করুন
আমরা একটি পাবলিক ডেটাবেস তৈরি করবো যাতে গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনে যারা জনগণের ক্ষতি করেছে তাদের সবার তথ্য জাতির সামনে তুলে ধরা হবে। এর মাধ্যমে ভবিষ্যতে কেউ যেন এমন কাজ করতে না পারে বা তারা রং বদল করে আমাদের মধ্যে মিশে যেতে না পারে। আপনার এলাকার আওয়ামী লীগ এবং তাদের অনুসারী পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী সদস্য, নেতা, দালাল, অভিভাবকদের তথ্য দিন।
তথ্য দিনএই তথ্য দিয়ে আমরা কী করবো?
আপনার প্রদত্ত তথ্যগুলো পাবলিকভাবে প্রদর্শিত হবে। সবাই এটি দেখতে পারবে। আমরা নিশ্চিত করবো যে, যারা জনগণের উপর অত্যাচার করেছে তারা যেন বিচারের আওতায় আসে।
অপরাধীর বর্তমান অবস্থান
আপনি অপরাধীর বর্তমান অবস্থান সম্পর্কিত তথ্য দিতে পারবেন। এই তথ্যের ভিত্তিতে আমরা অপরাধীর অবস্থানকে জনসমক্ষে দেখাবো।
টাইমলাইন ট্র্যাকিং
অপরাধীর গতিবিধির উপর একটি টাইমলাইন তৈরি করা হবে, যা দেখাবে সে কখন কোথায় গিয়েছে। এর মাধ্যমে জনগণ অপরাধীর চলাচল এবং তার কার্যকলাপ সম্পর্কে জানতে পারবে।
জনমত যাচাই
মানুষ ভোট দিতে পারবে যে অপরাধী সত্যিই একজন অপরাধী কিনা। আমরা চাই অপরাধীরা যেন জনসাধারণের আদালতে বিচার পান এবং ভবিষ্যতে এমন কাজ করতে না পারেন।